ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে বলসোনারো সমর্থকদের হামলা

হামলা চালাতে বলসোনারো তাঁর সমর্থকদের উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বলসোনারো। অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন তিনি।
তবে বলসোনারো একই সঙ্গে ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদের অধিকারের পক্ষে তাঁর অবস্থানের কথা তুলে ধরেছেন।
লুলার শপথ গ্রহণের আগেই গত ৩০ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান বলসোনারো।
লুলা দা সিলভা: প্রেসিডেন্ট থেকে কয়েদি, আবার সদর্পে ফেরা

গত ডিসেম্বরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বামপন্থী লুলার কাছে বলসোনারো পরাজিত হন। এই নির্বাচনের পর বলসোনারোর বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তুলেছিলেন লুলা।