মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাশিয়া থেকে ভারতগামী উড়োজাহাজে বোমা হামলার হুমকি, গুজরাটে অবতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৩ ৭:৫০ পূর্বাহ্ণ

জামনগর বিমানবন্দরের পরিচালক বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘এনএসজি সন্দেহজনক কোনো কিছু পায়নি।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গোয়ার ডাবোলিম বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করার কথা ছিল। তবে তার আগেই বিমানে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই–মেইল আসে। ই–মেইলটি সম্পর্কে রুশ কর্তৃপক্ষকে জানানো হয়। সূত্র বলছে, বিমানটি তখন তুর্কমিনিস্তানের আকাশসীমায় ছিল। হামলার হুমকি পেয়ে বিমানটিকে তাৎক্ষণিক জামনগর (প্রতিরক্ষা) বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কারণ, ওই বিমানবন্দরে বিমানবাহিনীর একটি ঘাঁটি আছে। জরুরি অবস্থা মোকাবিলার মতো সরঞ্জাম সেখানে আছে। সোমবার রাত ৯টা ৪৯ মিনিটের দিকে বিমানটি জামনগর বিমানবন্দরে অবতরণ করে।

পুলিশের মহাপরিদর্শক (রাজকোট ও জামনগর রেঞ্জ) অশোক কুমার যাদব বলেন, ২৩৬ জন যাত্রী এবং ক্রু সদস্যদের (৮) নিরাপদে সরিয়ে নেওয়ার পর পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দলের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ উড়োজাহাজটিতে তল্লাশি চালায়।

রুশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ফ্লাইটটিতে বোমাতঙ্কের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ তাদের সতর্ক করেছিল। জামনগরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে বিমানটি জরুরি অবতরণ করেছে। আরোহীদের সবাই নিরাপদ আছে।
নিরাপত্তা বাহিনী ৯ ঘণ্টা জামনগর বিমানবন্দর ঘিরে রেখেছিল।

সর্বশেষ - সারাদেশ