বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

যশোরে জেলিপুশ করা ১২০০ কেজি চিংড়ি ধ্বংস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৩ ৭:৫৭ পূর্বাহ্ণ

যশোরে অস্বাস্থ্যকর জেলিপুশ করা এক হাজার ২০০ কেজি চিংড়ি ধ্বংস ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মধ্যরাতে যশোরের শহরের মণিহার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন তথ্যর ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সেখানে হিমেল সীমান্ত পরিবহনের বাস থামিয়ে চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। এসময় এক হাজার ২০০ কেজি চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, এসময় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করায় ককসিট ভর্তি ১২০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। একই সঙ্গে হিমেল সীমান্ত পরিবহনের মালিক অনিল বাচ্চুকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে অস্বাস্থ্যকর জেলি পুশ চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান ও স্কোয়াড কমান্ডার (এএসপি) মো. নাজমুল হক এবং যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা মিলে এ অভিযানটি পরিচালনা করেন।

সর্বশেষ - সারাদেশ