বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

লরিচালক ঘুমে, সড়কে প্রাণ গেলো সিএনজিচালকের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৩ ৫:৩৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহ সদর উপজেলায় তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক নাইম মিয়া (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাইম মিয়া জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের সবুজ মিয়ার ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিফাত জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরের দিকে সিএনজি নিয়ে ময়মনসিংহ থেকে ফুলপুরের দিকে যাচ্ছিলেন নাইম। পথিমধ্যে আলালপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহীর সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক নাইম মারা যান। তবে এসময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না।

মো. রিফাত আরও বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। তেলবাহী লরি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে তেলবাহী লরির চালক ঘুমের ঘোরে লরি চালাচ্ছিলেন। যে কারণে রঙ সাইডে গিয়ে সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - সারাদেশ