রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে কাজ করতে হবে: আ জ ম নাছির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আগেই বাস্তবায়ন হয়েছে। এখন তার লক্ষ্য বাংলাদেশকে একটি স্মার্ট দেশে পরিণত করা। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। কথায় নয় নেতাকর্মীদের কাজের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশের মাইলস্টোন স্পর্শ করতে হবে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাগরিকা চৌরাস্তার মোড় চত্বরে গরিব ও দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার অনুষ্ঠানে একথা বলেন তিনি। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

পরে মহানগর ছাত্রলীগের সংগঠক শহীদুল আলম আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আসলাম সওদাগর, ডা. মো. আরিফুল আমিন, মহিদুল ইসলাম অনিক, শেখ আবদুল মান্নান, আলমগীর আলম, জিয়াউল হক খসরু, রেজাউল করিম ভুট্টু, পঙ্কজ মহাজন, মো. ফারুক সুজিত দাশ, সুমন দেবনাথ, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মো. মনসুর আলী চৌধুরী, মো. দিদারুল আলম, মো. আমির খসরু, মো. কামাল উদ্দিন, মো. মুকিত, সৌমেন ঘোষ, মঞ্জুরুল আলম বাপ্পী, রফিকুল ইসলাম রুবেলসহ অনেকে বক্তব্য দেন।

সর্বশেষ - সারাদেশ