সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

অবতরণের মাত্র ১০-২০ সেকেন্ড আগে বিধ্বস্ত হয় নেপালের উড়োজাহাজটি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৩ ৭:৩৬ পূর্বাহ্ণ

যাত্রীর ফেসবুক লাইভে ধারণ হলো নেপালের উড়োজাহাজ বিধ্বস্তের মুহূর্ত

যাত্রীর ফেসবুক লাইভে ধারণ হলো নেপালের উড়োজাহাজ বিধ্বস্তের মুহূর্ত

এয়ারলাইনসটির মুখপাত্র সুদর্শন বারতাউলার বরাতে এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারার দিকে যাচ্ছিল। অবতরণের ১০ থেকে ২০ সেকেন্ড আগে এটি বিধ্বস্ত হয়।

নেপালি সংবাদমাধ্যম মাই রিপাবলিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিমানবন্দরটির উড়োজাহাজ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, ১০ সেকেন্ডের মধ্যে উড়োজাহাজটির রানওয়েতে পৌঁছে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

তাৎক্ষণিকভাবে ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। তবে এ ঘটনা তদন্তে গতকাল পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রোববার ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি পোখারায় বিধ্বস্ত হয়

রোববার ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি পোখারায় বিধ্বস্ত হয়
ছবি: এএফপি

সুদর্শন বারতাউলা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কারও বেঁচে থাকার খবর তাঁরা পাননি। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো, তা–ও জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি। সুদর্শন বারতাউলা আরও বলেন, পোখারার আবহাওয়া একেবারে ঠিকঠাক ছিল। উড়োজাহাজের ইঞ্জিনের অবস্থাও ভালো ছিল। তা ছাড়া উড়োজাহাজটির ককপিট থেকে নিয়ন্ত্রণকক্ষে কোনো বিপদ সংকেত পাওয়া যায়নি।

শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা কেন চুপ হয়ে গেলেন

শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা কেন চুপ হয়ে গেলেন

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)-এর উদ্ধারকারী দলের এক কর্মকর্তা ফোনে পিটিআইকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)-এর তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেন, আবহাওয়াজনিত কোনো সমস্যা ছিল না। প্রাথমিক তথ্যমতে, উড়োজাহাজটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। আকাশে ওড়ার সময় উড়োজাহাজটিতে আগুন জ্বলতে দেখা গেছে বলে উল্লেখ করেন জ্ঞানেন্দ্র।

সর্বশেষ - সারাদেশ