কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি দেলোয়ার হোসেন পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২১ মার্চ সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার উত্তর চানপুর গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী প্রজ্ঞা মোস্তফাকে (২৯) জবাই করে হত্যা করেন স্বামী দেলোয়ার হোসেন (৩৮)। ঐদিন বিকালে নিহতের পিতা আহসান মোস্তফা বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে। কিছুদিন হাজতবাসের পর জামিনে বের হয়ে পালিয়ে যান তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মোস্তফার মেয়ে প্রজ্ঞা মোস্তফার বিয়ে হয় করিমগঞ্জ উপজেলার উত্তর চানপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের তিন মাস বয়সী (হত্যাকাণ্ডের সময় বয়স) একটি মেয়ে সন্তান রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি এডভোকেট এম. এ আফজল এ তথ্য নিশ্চিত করেছেন।