গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনকে প্রায় ২৫০ কোটি ডলার সমমূল্যের সামরিক সহায়তা দেওয়া হবে। তাদের সহায়তা প্যাকেজের মধ্যে আছে সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং রকেট ও গোলা। এ সহায়তার মধ্যে আরও থাকছে ৫৯টি ব্র্যাডলি যুদ্ধজাহাজ এবং ৯০টি সাঁজোয়া যান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইউক্রেন নতুন এ নিরাপত্তা সহায়তাকে কাজে লাগিয়ে রাশিয়ার কাছ থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নতুন এ সহায়তাসহ ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় ২ হাজার ৭৪০ কোটি সামরিক সহায়তা দিয়েছে।
এর আগে ৯ ইউরোপীয় দেশের প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে, তারাও ইউক্রেনের জন্য ৬০০ ব্রিমস্টোন ক্ষেপণাস্ত্র পাঠাবে। ডেনমার্ক ফ্রান্সের নির্মিত ১৯টি সিজার হুইটজার এবং সুইডেন তাদের আর্চার কামানব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
আজ শুক্রবার জার্মানিতে প্রায় ৫০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও অন্য কর্মকর্তাদের এক বৈঠককে সামনে রেখে এই সহায়তার ঘোষণা এল। ওই বৈঠকে সামরিক জোট ন্যাটোর ৩০ সদস্যদেশই উপস্থিত থাকবে। জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অনুষ্ঠেয় এ বৈঠকে কিয়েভকে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হবে।
গতকাল বৃহস্পতিবার এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৈঠক থেকে দৃঢ় সিদ্ধান্ত আসবে বলে আশা করছে কিয়েভ।