ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মতিঝিলে।
রোববার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
রোববার সকালে মতিঝিল রাজস্ব সার্কেল ভূমি অফিসের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন্নেছা।
সহকারী কমিশনার (ভূমি) জানান, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় আয়োজিত জনবান্ধব এ কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ জনগণের দোরগোড়ায় আমরা ভূমি সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সরকারি ভূমি অফিসে সঠিক ও দ্রুত সেবা পায়, সে লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই গণশুনানির।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সেবা গ্রহীতাদের অভিযোগ সরাসরি শোনা ও নিষ্পত্তি এবং দ্রুত মানসম্পন্ন সেবা দেওয়ার জন্য প্রতিটি সরকারি দপ্তরে গণশুনানি গ্রহণের নির্দেশ দেন। এরই আলোকে প্রতি সপ্তাহের বুধবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।