আজ সকালে যখন চালু করা হয়েছে, তখন দেশের দক্ষিণাঞ্চলে ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ ওঠানামা হয়। দাদু ও জামশোরো জেলার মাঝামাঝিতে কোথাও এ ঘটনা ঘটে। এ কারণে একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো বন্ধ হয়।
দস্তগীর আরও বলেন, পেশোয়ার ও ইসলামাবাদে গ্রিড স্টেশনগুলো আবার চালু করা হয়েছে। তিনি বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে দেশজুড়ে বিদ্যুৎব্যবস্থা সচল করা হবে বলে আমি আশ্বস্ত করছি।’
ডন নিউজ টিভির খবরে বলা হয়েছে ইসলামাবাদ, করাচি, কোয়েটা, পেশোয়ার ও লাহোরে বিদ্যুৎ নেই।
গত বছরের অক্টোবর মাসে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। জাতীয় বিদ্যুৎ গ্রিডে চাপের কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়।