আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টায় থানা রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে ও সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় বিক্ষোভ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাছিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।