পটিয়া ফায়ার সার্ভিসের সাব–অফিসার সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার সকাল ৮টার পর ৯৯৯ থেকে দুঘর্টনার খবর পেয়ে দ্রুত চলে যান। এ সময় ঘটনাস্থল থেকে ইটবাহী মিনি ট্রাকের চালক ও সহকারী দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক জানে আলমকে মৃত ঘোষণা করেন। আহত ফোরকানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেস করে তাঁর বাড়ি পৌঁছে দেন।
দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান।
এর আগে গতকাল সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া পক্ষীমারা সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী শ্যামলী বাসের ধাক্কায় জাকির হোসেন (৬৫) নামের এক পথচারী নিহত হন। তিনি চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি (ঢাকা মেট্টো-ব ১৪-০৯৮৫) জব্দ করে দোহাজারী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।