রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৩২১টি ট্যাংক দেবে পশ্চিমারা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ

ইউক্রেনকে মোট ৩২১টি ভারী ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার পশ্চিমা মিত্ররা। প্যারিসে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো শুক্রবার ফ্রান্সের বিএফএম টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। বলেন, আজ পর্যন্ত বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে ৩২১টি ভারী ট্যাংক ইউক্রেনকে দেওয়ার কথা নিশ্চিত করেছে। সিএনএন।

ভাদিম ওমেলচেংকো বলেন, ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ব্যাপারে একেক দেশের একেক রকমের শর্ত রয়েছে তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্যাংক পেতে চাই। কোন দেশ ইউক্রেনকে কতটি ট্যাংক দেবে সাক্ষাৎকারে সে তথ্য জানাননি ওমেলচেংকো। বুধবার যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। সিএনএন।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতায় থাকলে মাত্র এক দিনের মধ্যেই এ যুদ্ধ থামিয়ে দিতে পারতেন। অবশ্য তিনি থাকলে এ যুদ্ধ লাগতই না বলে দাবি করেছেন তিনি। বর্তমান প্রশাসনকে পাগল আখ্যা দিয়ে তিনি অনতিবিলম্বে এই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন। বাইডেনের প্রশাসন ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত ঘোষণার দুদিন পর ট্রাম্প এ ঘোষণা দিলেন। হিন্দুস্তান টাইমস। শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বলেন, তিনি যদি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকতেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যেই এই বিধ্বংসী যুদ্ধ বন্ধ করে দিতেন।

ক্যাপিটল ভবনে হামলার পর ফেসবুকে নিষিদ্ধ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিপুল লোকসানের মুখে পড়ে ট্রাম্পের ব্লক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। এ ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে, রাজনীতিবিদরা কী বলছেন, কী ভাবছেন তা জানতে চায় সাধারণ মানুষ। তাই ট্রাম্পের ব্লক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে দিচ্ছে মেটা। প্রায় একই সময়ে টুইটার অ্যাকাউন্টও ফিরে পান ট্রাম্প। এর পর থেকেই বর্তমান মার্কিন সরকারের লাগাতার সমালোচনা করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার বাইডেনের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে আমেরিকা, এরপর তো প্রয়োজন হলে পরমাণু অস্ত্রও দেবে। অথচ খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যায়। আপনারা সময় নষ্ট না করে এই বিধ্বংসী যুদ্ধ থামান।
উল্লেখ্য, রাশিয়াও দীর্ঘ সময় ধরে এ দাবি করে আসছে। তারা বলছে, মার্কিন অস্ত্র সরবরাহের কারণেই যুদ্ধ এত দীর্ঘ হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি চায় তাহলে খুব সহজেই এ যুদ্ধ থেমে যেতে পারে। কিন্তু এ পর্যন্ত যুক্তরাষ্ট্র একবারও যুদ্ধ বন্ধের কথা বলেনি। এবার ট্রাম্পও সেই যুদ্ধ বন্ধের দাবি জানালেন। শুক্রবার ফের একটি পোস্ট করেন ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে সাধারণ মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছেন, তা মেনে নেওয়ার মতো নয়। আমি সুযোগ পেলে একদিনের মধ্যেই এই যুদ্ধ থামিয়ে দিতাম। এমনিতে আমি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ শুরুই হতো না। যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, এখনো যদি আমাকে প্রেসিডেন্ট পদে বসানো হয়, তাহলে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে, আমি এই ভয়ংকর ও দ্রুত ক্রমবর্ধমান যুদ্ধ থামিয়ে দেব।
আলাপ-আলোচনার মাধ্যমে দুপক্ষের সম্মতিতেই এই যুদ্ধ বন্ধ করে দেব। ট্রাম্পের এই পোস্টের পর তার ভক্ত-সমর্থকরাও দাবি করতে থাকেন, একমাত্র ট্রাম্পের পক্ষেই এই যুদ্ধ থামানো সম্ভব। মার্কিন এসব ট্যাংকের প্রতিটির মূল্য এক কোটি ডলার। এ ট্যাংক রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন। সেই সাথে এটি জেট ফুয়েলে চলে বলে ইউক্রেনীয় বাহিনীর জন্য এটি একটি লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি করবে।
 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত