সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ধলেশ্বরী নদী থেকে হাত-পা কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৩ ৫:৪৬ পূর্বাহ্ণ

এক হাত ও এক পা কাটা অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী জানায় শরীরের বিভিন্ন অঙ্গবিহীন মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ভাসমান মরদেহটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিকুজ্জামান জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার ডান হাত ও বাম পা নেই এছাড়াও ডান পায়ের ঘোড়ালি কাটা তাই ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তবে এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ - সারাদেশ