চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওবাইদুল হক জাহেদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদ একই ইউনিয়নের সাপলেজাপাড়া এলাকার আমিনুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু।
নিহত জাহেদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহেদ রাতে পদুয়া ইউনিয়নের দশমাইল বাজার থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সড়কের পদুয়া গার্লস স্কুলের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাছবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহেদ পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সন্তান।