‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সরকারি গণগ্রন্থগার কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্লা। আলোচনা সভা শেষে বই পড়া, চিত্রাংকন ও আবৃত্তির জন্য ২৫ জনকে পুরস্কৃত করা হয়।