সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ময়মনসিংহের ত্রিশালের সুলতান মাহমুদ ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

রোববার রাতে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকা থেকে এই আসামিকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১৪ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি র‌্যাব-১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ত্রিশালের কাকচর গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুছ আলী অন্যান্য সহযোগী মুক্তিযোদ্ধাদের নদী পারাপারে সাহায্য করতেন। মুক্তিযোদ্ধাদের নদী পারাপারে সহযোগিতার কারণে রাজাকার বাহিনীর সদস্যরা ইউনুছ আলীকে তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায়। পরে রাজাকার ক্যাম্পের টর্চারসেলে নির্যাতনের পর ১৫ আগস্ট সকালে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এ ঘটনায় শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন ২০১৫ সালে ময়মনসিংহের আদালতে একটি মামলা দায়ের করলে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত ২৩ জানুয়ারি বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালের সুলতান মাহমুদ ফকিরসহ ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে অপর তিন আসামি সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির ও নুরুল হক ফকির পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ত্রিশাল এলাকায় মুক্তিযোদ্ধা এবং বেসামরিক ব্যক্তিদের অপহরণ, আটকে রেখে নির্যাতন, হত্যা এবং হিন্দুদের নিপীড়নের মতো ছয়টি ঘটনার সঙ্গে জড়িত যুদ্ধাপরাধের ওই মামলায় অভিযোগ আনা হয়েছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

সর্বশেষ - সারাদেশ