শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে ইয়াসিন তার কয়েকজন সহপাঠীর সঙ্গে আড়িয়াল খাঁ নদের তীরে যায়। ওই সময় নদের তীরে একটি ভাঙা ডিঙি নৌকা ছিল। নৌকায় করে তারা নদের মাঝবরাবর গিয়ে গোসলের জন্য ঝাঁপ দেয়। গোসল শেষে একে একে অন্য শিশুরা তীরে ফিরে এলেও ইয়াসিন নদের পানিতে তলিয়ে যায়। এ সময় তার নাম ধরে ডাকাডাকি করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, তীরে উঠে আসা শিশুরা ইয়াসিনকে খুঁজে না পেয়ে স্থানীয় লোকজনকে জানান। তাঁদের বেশ কয়েকজন নদে নেমে ইয়াসিনকে জীবিত উদ্ধারের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে তাঁরা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। বেলা ৩টা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযানে নামেন। গতকাল রোববার সকাল থেকে তাঁদের সঙ্গে যুক্ত হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দিনভর অভিযান চালিয়েও তাঁরা শিশুটিকে উদ্ধার করতে পারেননি। আজ সকাল ৮টা থেকে তাঁদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেন নৌ পুলিশের সদস্যরা। ৯টার দিকে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে তাঁরা লাশটি উদ্ধার করে তীরে আনেন।
বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইয়াসির বলেন, শনিবার বেলা ৩টা থেকে আজ সকাল পর্যন্ত লাশ উদ্ধারে অভিযান চলেছে। নিখোঁজের ৪৪ ঘণ্টা পর নদের পানিতে ভেসে ওঠা শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।