সংবাদ সংস্থাটির এই তথ্য-ভিডিও দ্য নিউইয়র্ক টাইমস তার তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প-সংক্রান্ত লাইভ আপডেটে যুক্ত করেছে।
উদ্ধার হওয়া নারীর নাম-পরিচয় জানায়নি আনাদোলু এজেন্সি। তবে তারা বলছে, স্থানীয় অধিবাসীদের সহায়তায় দেশটির জাতীয় উদ্ধারকারীরা এই নারীকে উদ্ধার করেছেন।
গতকাল তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
২৮ ঘণ্টা পর তুরস্কে আরেকটি ভূমিকম্প

গতকালের এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪ হাজার ৮৯০ জন মানুষ নিহত হয়েছে। তার মধ্যে শুধু তুরস্কেই নিহত হয়েছে ৩ হাজার ৩৮১ জন। সিরিয়ায় নিহত দেড় হাজার। উভয় দেশে হাজারো মানুষ আহত হয়েছে।
ভূমিকম্পে উভয় দেশে ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে। উদ্ধারের সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বাড়তে পারে।