রাঙামাটির কাপ্তাইয়ে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিজয় চাকমা (৬৬)। তিনি বরকল উপজেলার খুব্বাং পাড়ার বাসিন্দা মৃত সৃনীত বিকাশ চাকমার ছেলে। শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি আসামবস্তি সড়কে আগর বাগান এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি কাপ্তাই আসামবস্তী সড়কের আগর বাগান এলাকার জঙ্গলি একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল তল্লাশি করলে লাশের পাশে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানায়, উদ্ধারকৃত মরদেহের বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হসপিটালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। পুলিশ এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।