মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

যশোরে ৬০ পিস স্বর্ণের বারসহ প্রাইভেটকার জব্দ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

যশোর শহরতলীর রাজারহাট এলাকা থেকে ৬০ পিস স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি। তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয় ওই প্রাইভেটকারের চালক ও স্বর্ণ পাচারকারী। জব্দকৃত স্বর্ণের মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে যশোর-৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণের চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙয়ের প্রাইভেটকার ঢাকা থেকে যশোরের অভিমুখে আসছে। পরে যশোর-৪৯ বিজিবি এবং খুলনা-২১ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে।
খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় আসলে ৪৯ বিজিবি সদস‌রা প্রাইভেটকারটি গতিরোধের নির্দেশ দিলে চালক গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দেয়। এরপর চালক ও স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনা ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে। খুলনা সেক্টরের অধীনস্থ এই দু’টি ব্যাটালিয়ন চোলাচালান রোধকল্পে সর্বদা তৎপর রয়েছে এবং স্বর্ণ চোলাচালান শূন্যের কোটায় নামিয়ে আনতে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সর্বশেষ - সারাদেশ