দেশের বেশ কয়েকটি জেলাসহ নেত্রকোনায় বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার দুপুরে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরকে চাবি হস্তান্তরের অনুমতি প্রদান করেছেন।
এ উপলক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডি এলজি) জিয়া আহমেদ সুমন, সদর পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অনুমতির পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর অনুষ্ঠিত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।