এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে টুইটার। তবে প্রথমে এটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছিল। যিনি এই ভিডিও প্রকাশ করেছিলেন, তাঁর নাম তাকাহিরো। গত বছর এটি প্রকাশ করা হয়। এরপর সেটি সম্প্রতি টুইটারে প্রকাশ করলে ভাইরাল হয় ‘অডলি টেরিফাইং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘রেস্তোরাঁয় মাছ থেকে দেওয়া হয়েছে, এটি চপস্টিক কামড়ে ধরেছে’। ভিডিওটি প্রায় এক কোটিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৭১ হাজারের বেশি।