বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জুরাইনে রেলওয়ের জায়গা দখলের অভিযোগ, দুদকের অভিযান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে রাজধানী জুরাইনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট দল।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় এ অভিযান চালিয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

জানা যায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে রেল ভবন ও রেলওয়ের বিভাগীয় প্রশাসনিক ভূ-সম্পত্তি অফিস পরিদর্শন করে দুদক টিম। এসময় রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলেন তারা। এরপর একজন সার্ভেয়ার নিয়ে টিটিপাড়া রেলওয়ের সম্পত্তি ও জুরাইন রেললাইনের পাশে নির্মিত অবৈধ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় কিছু সম্পত্তি রেলওয়ের ইজারা দেওয়া ও কিছু জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়।

এ বিষয়ে দালিলিক প্রমাণাদি দাখিলের জন্য রেলওয়ে প্রশাসনিক বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তির প্রধান সহকারীকে নির্দেশক্রমে অনুরোধ করে দুদক টিম। সব রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় দুদক টিম।

সর্বশেষ - সারাদেশ