শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জলবায়ু নিয়ে কাজ করতে তরুণদের উদ্বুদ্ধ করছে ইউএসএআইডি বিজ্ঞাপন বার্তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ

মূলত ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পরিবেশ নিয়ে কাজ করছে, এমন ১৫টি সংগঠনের প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নিয়েছেন। তাঁদের উদ্দেশে জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া নানা উদ্যোগ, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। এ নিয়ে সারা পৃথিবীতে তরুণেরা কী ধরনের ভূমিকা রাখছে, তা–ও উল্লেখ করা হয়।

তরুণদের এই সংগঠনগুলোকে বিষয়টি নিয়ে আরও ভাবতে এবং টেকসই পরিকল্পনা তৈরিতে সাহায্য করতে আগামী মার্চে একটি প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে ইউএসএআইডি। সেই প্রশিক্ষণ শেষে তরুণদের এসব সংগঠন স্থানীয় পরিবেশ বা জলবায়ু রক্ষার কিছু মডেল উপস্থাপন করবে। সেখান থেকে সেরা কয়েকটি মডেলকে পুরস্কৃত করা হবে বলে ইউএসএআইডির পক্ষ থেকে জানানো হয়।

ওয়েবিনারে প্যানেলিস্ট হিসেবে ইউএসএআইডির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থাটির ইকোনমিক গ্রোথ অফিসের পরিচালক ড. মোহাম্মদ এ খান। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। আমাদের মূল লক্ষ্য হলো, তরুণদের এমন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেখান থেকে এ সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান উঠে আসবে।’

ওয়েবিনারে প্যানেলিস্ট হিসেবে আরও বক্তব্য দেন ইউএসএআইডির পরিবেশবিশেষজ্ঞ আশরাফুল হক। তাঁরা মূলত বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় মার্কিন সরকারের দীর্ঘ সহায়তার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের সভাপতি তানভীর শাকিল জয় পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া উদ্যোগ ও পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তানভীর শাকিল জয় বলেন, ‘জলবায়ু পরিবর্তন ইস্যুতে আমাদের তরুণেরা অসাধারণ কাজ করছেন। এই একটি বিষয়ে আমাদের দেশের সরকার, সুশীল সমাজ ও তরুণেরা সবাই একবিন্দুতে রয়েছেন। আমরা সবাই একমত যে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। এ বিষয়ে সবাইকে বৈশ্বিক ও স্থানীয়ভাবে শক্ত পদক্ষেপ নিতে হবে।’

প্রথম আলোর বিশেষ প্রতিবেদক ইফতেখার মাহমুদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের দেশের মধ্যে যেসব রিসোর্স রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে।’ যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম জানান পরিবেশ নিয়ে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা।

বক্তা হিসেবে ওয়েবিনারটিতে আরও ছিলেন জলবায়ু পরিবর্তনবিশেষজ্ঞ সামিয়া অবনি, শাকিলা সাত্তার তৃণা ও মোহাম্মদ মোফাখখারুল তৌফিক। সঞ্চালক হিসেবে ছিলেন ইউএসএআইডির সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট আশিক রুশদী।

এ ধরনের উদ্যোগ তরুণদের এসব কাজে অংশ নিতে আরও উৎসাহ জোগাবে বলে মনে করেন অংশগ্রহণকারী সংগঠনের প্রতিনিধিরা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত