কুমিল্লা ইপিজেড সংলগ্ন ঢুলীপাড়ায় অবস্থিত শহীদ মোজাম্মেল হক আবুর স্মৃতিস্তম্ভটি দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে ছিলো। বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর এটি পরিচ্ছন্ন করা হয়েছে। উদ্যোগ নেয়া হয়েছে সংস্কারের। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষের পরামর্শে এই কাজ করছেন কুমিল্লা সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার।
স্থানীয় সূত্র জানায়, সদর দক্ষিণ উপজেলার ঢুলীপাড়ার প্রয়াত আবদুল মজিদ মাস্টারের মেজো ছেলে এ কে এম মোজাম্মেল হক আবু। ১৯৭১ সালের ১২ সেপ্টেম্বর নৌকা যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা হয়ে মুরাদনগর যাওয়ার পথে চারগাছ নামক জায়গায় তিনি শহীদ হন। এ বীর মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে এলাকাবাসীর উদ্যোগে ঢুলীপাড়ায় ১৯৭২ সালে ‘শহীদ মোজাম্মেল হক স্মৃতি সংসদ’ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। স্মৃতিস্তম্ভটি দীর্ঘদিন অবহেলিত ছিলো।
স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল হাসান চৌধুরী কামাল বলেন, শহীদ মোজাম্মেল হক আবু এই এলাকার কৃতী সন্তান। স্মৃতিস্তম্ভটি সংস্কার ও সংরক্ষণের উদ্যোগে এলাকাবাসী খুশি হয়েছে।
১৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম বলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। আমরা স্মৃতিস্তম্ভটি সংস্কারের কাজ শুরু করেছি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের একজন শহীদ মোজাম্মেল হক আবু। তার স্মৃতিস্তম্ভটি সংস্কার করার বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের সাথে কথা বলেছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।