সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সবুজবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৫:২৬ পূর্বাহ্ণ

রাজধানীর সবুজবাগের মানিকদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মো. সোরহাব হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মো. সোরহাব হোসেন পাথর ও বালুর ব্যবসা করতেন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে সবুজবাগের মানিকদিয়া রাস্তার ওপর থেকে সোরহাব নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এসআই ফারুক হোসেন বলেন, সোরহাব হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় সিটকে পড়লে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সোরহাব পাথর ও বালুর ব্যবসা করতেন। তার বাসা সবুজবাগের সিমরাইল এলাকায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ