রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীর ৭নং ফেরিঘাটের নিচু এলাকা থেকে এক জেলের জালে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের তিনটি বড় আকৃতির চিংড়ি মাছ ধরা পড়েছে। তিনটি চিংড়ি ২ হাজার ৩১০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার ভোরের দিকে পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাটে মাছগুলো ধরা পড়ে।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে দৌলতদিয়ার হালিম মোল্লার আড়ত থেকে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের তিনটি চিংড়ি মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ২ হাজার ২৪০ টাকায় কিনে নিয়েছি। মাছগুলো কেনার পরে আমার আড়তে এনে রেখে দিয়েছিলাম। পরে মাছের খবর শুনে দুপুরের দিকে দৌলতদিয়ার এক শৌখিন ব্যবসায়ী ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২ হাজার ৩১০ টাকায় মাছগুলো আমার কাছ থেকে কিনে নিয়েছেন।