ইউক্রেন বাখমুত রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘর্ষে বাখমুত ধ্বংস হয়ে গেছে। তবে বাখমুতের কৌশলগত মূল্যায়ন খুব বেশি নয়। লড়াই তীব্র ও দীর্ঘস্থায়ী হওয়ার কারণে বাখমুত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া তাঁর দিনের ভাষণে বলেন, ‘দনবাসে যাঁরা যুদ্ধ করছেন, তাঁদের সাহস, শক্তি ও দৃঢ়তার জন্য আমি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই। এটি কঠিন যুদ্ধগুলোর মধ্যে একটি। বেদনাদায়ক।’
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের সেনারা হামলা প্রতিহত করেছেন, দখলদারদের ধ্বংস করেছে। শত্রুদের অবস্থান চিহ্নিত করে হামলা করেছেন। রসদ নষ্ট করেছেন।
বাখমুতের কোনো ভবন হামলার বাইরে নেই: উপ–মেয়র

গত শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সতর্ক করে বলেছে, বাখমুতে ইউক্রেনীয়দের সরবরাহ যাওয়ার পথ সংকুচিত হচ্ছে। আইএসডিব্লিউ ওই বিবৃতিতে আরও বলেছে, রুশ বাহিনী সম্ভবত বাখমুতে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলতে চেয়েছিল। তবে ইউক্রেনীয় সেনারা তাদের বোঝাতে পেরেছে যে এটা ঝুঁকিপূর্ণ হবে।
রাশিয়ার ব্যক্তিমালিকানাধীন সেনাবাহিনী ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বাখমুতের লড়াইয়ের কেন্দ্রে রয়েছে।
গত শুক্রবার প্রিগোঝিন বলেন, তাঁদের সেনারা বাখমুতকে চারপাশ থেকে ঘিরে ফেলেছেন। ইউক্রেনের নিয়ন্ত্রণে বাখমুতের সঙ্গে সংযোগকারী একটিমাত্র রাস্তা খোলা রয়েছে।