‘কিডনি রোগ জীবননাশা প্রতিরোধেই বাঁচার আশা’ এই স্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টার নবাবগঞ্জ শাখার উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কায়কোবাদ চত্বর ঘুরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও বাংলাদেশ স্কাউটস নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টার নবাবগঞ্জ শাখার ম্যানেজার মো. জান্নাত শেখ, দোহার নবাবগঞ্জ উপজেলা শতায়ুঅঙ্গন সংগঠনের সাধারণ সম্পাদক ও শিক্ষক আল মেরাজ, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, শতায়ুঅঙ্গনের কবির হোসেন, মাফুজ আলী দেওয়ান সুব্রত সাহা, মো. সিরাজুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মঞ্জুর হোসেন, আবু সাঈদ দেওয়ান প্রমুখ।