শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঘাটাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১০, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কহিনুর নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব।

এরা হলেন বায়োজিত (৬০) এবং ববিন হায়দার চৌধুরী (৫০)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী সাদির ছোট ভাই সামী চৌধুরীর সঙ্গে একই গ্রামের কহিনুরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার কহিনূরের সঙ্গে সামী চৌধুরীর কথা কাটাকাটি হয়। একপর্যায় সামী চৌধুরী তাকে ব্যাপক মারধর করে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধলাপাড়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কহিনুরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মামলা না নেওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। পরে পরিবারের লোকজন মরদেহ নিয়ে ঘাটাইল-সাগরদীঘি সড়কের ধলাপাড়া অবস্থান নেয়।

মামলা রেকর্ড, আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করলে পুলিশের আশ্বাসে আবার অবরোধ তুলে নেয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনুর নামে এক ব্যক্তি মারা যান। পরে নিহত কহিনুর আলমের ছেলে বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত