পবিত্র রমজান উপলক্ষে সমাজের নিম্ন আয়ের ৭ হাজার পরিবারের মাঝে ৩২ কেজি করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।
বুধবার (৮ মার্চ) পুরান ঢাকার বংশালের সুরিটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়।
রোববার (১২ মার্চ) দুপুরে পুরান ঢাকার গোবিন্দ দাস লেনে সংগঠনটির চলমান কর্মসূচির অংশ হিসেবে দুই শতাধিক পরিবারকে ৩২ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে মিনিকেট চাল, পোলাও চাল, সয়াবিন তেল, সরিষার তেল, পেঁয়াজ, আলু, ঘি, সেমাই, ছোলা, খেজুর, চিনি, লবন, সাবান, দুধ, মশুর ডাল।
মেয়র হানিফ ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু জাগো নিউজকে বলেন, দক্ষিণ সিটির প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিভিন্ন ওয়ার্ডের ৭ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে।