মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শেষ ম্যাচে একজনকে অভিষেক করাবে বাংলাদেশ!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ৫:০৪ পূর্বাহ্ণ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ তো নিশ্চিত হয়ে গেছে। এখন শেষ ম্যাচ জিতলে ‘বাংলাওয়াশ।’ এর বাইরে আজকের (১৪ মার্চ, মঙ্গলবার) ম্যাচ থেকে পাওয়ার আ অর্জনের আর কিছু নেই টাইগারদের।

তাহলে আজকের শেষ ম্যাচে কি নতুনদের কাউকে সুযোগ দিয়ে দেখা হবে? পেসার রেজাউর রহমান রাজা আর বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামের কাউকে খেলানোর চিন্ত ভাবনা কি আছে টিম ম্যানেজমেন্টের?

ক্রিকেট পাড়া ও বাংলাদেশ সাপোর্টারদের মনে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বেশি। সত্যিই কি শেষ ম্যাচে নতুনদের পরখ করার কোন পরিকল্পনা আছে?

গতকাল সোমবার অনুশীলন হলে পূর্ব ধারনা পাওয়া সহজ হতো; কিন্তু সোমবার টিম বাংলাদেশের প্র্যাকটিস অফ ছিল। সিরিজ নিশ্চিতের কারণে নয়, টানা খেলা এবং ইংলিশদের সাথে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ৭২ ঘণ্টা পরই সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

তাই ক্লান্তি ও অবসাদ এড়াতে সোমবার বিশ্রামে কেটেছে সাকিব বাহিনীর। শুধু প্র্যাকটিসই বন্ধ ছিল না, কোনরকম মিডিয়া সেশনও করা হয়নি। তাই আজকের ম্যাচের আগে প্র্যাকটিস সেশন না থাকায় টিম কম্বিনেশন সম্পর্কে ধারণা পাওয়া কঠিন হয়ে গেছে।

তবে টিম ম্যানেজমেন্টের খুব কাছের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সিরিজ নিশ্চিত হলেও গেম প্ল্যান ও টিম কম্বিনেশন পাল্টানোর সম্ভাবনা খুব কম। রোববারের একাদশ বহাল থাকার সম্ভাবনাই বেশি। তবে খুব বেশি হলে, একটি পরিবর্তন হতে পারে।

সেটাও টিম কম্বিনেশন ঠিক রেখে। রোববার সাকিব-মিরাজের সাথে তৃতীয় স্পিনার হিসেবে খেলা বাঁহাতি নাসুম আহমেদকে পরিবর্তন করে তরুণ তানভিরকে খেলানোর কথা ভাবা হচ্ছে।

সোমবার রাত ১০টা নাগাদ টিম ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে অন্তত এটুকু নিশ্চিত হওয়া গেছে যে, রাতেও একাদশ চূড়ান্ত করা হয়নি। সেটা খেলার দিন মানে আজ সকালেই করা হচ্ছে এবং একটি পরিবর্তনের সম্ভাবনা আছে। নাসুমের বদলে তানভিরকে পরখ করে দেখা হতে পারে।

বাকি ১০ জন অর্থ্যাৎ- লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের খেলা প্রায় নিশ্চিত।

যেহেতু নাসুমকে খেলানো হয়েছে, আর তানভির একদমই সুযোগ পাননি, তাই শেষ ম্যাচে তাকে ‘ট্রাই’ করার চিন্তা ভাবনা চলছে। কে জানে তানভিরের মঙ্গলবার টি টোয়েন্টি অভিষেক হলে অবাক হবার কিছু থাকবে না।

সর্বশেষ - সারাদেশ