রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মুনাফার ৪৩ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ৫:৩৯ পূর্বাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২২ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ এক টাকা করে পাবেন।

শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটি যে মুনাফা করেছে, ঘোষিত লভ্যাংশের পরিমাণ তার ৫৭ শতাংশের সমান। এ হিসেবে কোম্পানিটি যে মুনাফা করেছে, তার ৪৩ শতাংশের ভাগ বিনিয়োগকারীদের দেবে না।

কোম্পানির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে লভ্যাংশ সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে এক টাকা ৭৫ পয়সা।

মুনাফার ওপর ভিত্তি করেই ইউনাইটেড ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে কোম্পানিটিকে এক টাকা দিতে হবে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দামে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়াতে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে শেয়ার দাম কমতে পারবে না।

সর্বশেষ - সারাদেশ