শেরপুরের নালিতাবাড়ীতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে ওই অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ঘাকপাড়া দাখিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।
ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, স্থানীয় ঘাকপাড়া একতা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে সভাপতি করা হয়। বুধবার দুপুরে অনুষ্ঠান চলাকালীন ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে ওই এলাকার শাহ পরান, আব্দুর রশিদ, হাবিবুর রহমান, সিরাজ মেম্বার, জালাল উদ্দিন, আলমগীর ও হারুন অর রশীদ সমর্থিত
লোকজন ব্যানার নামিয়ে ফেলে অনুষ্ঠান বন্ধ করে দেন।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজক কমিটির সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অনুষ্ঠানে উপস্থিতদের লাঞ্ছিত করেন তারা। এলাকার লোকজনের সহায়তায় উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। পরে এ ঘটনার প্রতিবাদে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন আয়োজকরা।
তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, ‘স্বাধীনতার সৈনিক হিসেবে আয়োজকরা আমাকে আমন্ত্রণ করেছিলেন। ব্যানারে তাদের (অভিযুক্তরা) লোকজনদের নাম না থাকায় আমাকে উপস্থিত রেখে অনুষ্ঠানের ব্যানার খুলে ফেলেছে। এতে আমন্ত্রিতদের অপমান করা হয়েছে। যারা এমন ঘটনা ঘটিয়েছেন আমি তাদের বিচার চাই।’
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার অভিযোগটি খুবই দুঃখজনক। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।