নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে।
জুমার নামাজের পর নাসিকের (নারাণগঞ্জ সিটি করপোরেশন) সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মসজিদে মসজিদে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ এ দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে রাজধানীর এভার কেয়ারে হাসপাতালে ভর্তি হন শামীম ওসমান এমপি।
জুমার নামাজের পর নাসিকের ৩নং ওয়ার্ডের মাদনীনগর মাদ্রাসা মসজিদে, খানকায়ে জামে মসজিদে, ১নং ওয়ার্ডের সিআইখোল বায়তুল জান্নাত শাহী জামে মসজিদ, নাসিক ৬নং ওয়ার্ডের এসও রোড মণ্ডলপাড়া বড় জামে মসজিদ, বায়তুল সালাম জামে মসজিদ, মা ফাতেমা (রা.) জামে মসজিদ, এসও রোড বাসস্ট্যান্ড জামে মসজিদ, সুমিলপাড়া আইলপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে অসুস্থ এমপি শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ এ দোয়া মোনাজাত করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডের মসজিদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডসহ মসজিদগুলোতে এমপি শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় দোয়া করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মেদ।