রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

১১ বছরের সংসার ভেঙেছে অভিনেত্রীর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২৬, ২০২৩ ৬:০৭ পূর্বাহ্ণ

সম্প্রতি বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন হলিউড তারকা রিজ উইদারস্পুন ও জিম টথ দম্পতি। ৪৭ বছর বয়সী অভিনেত্রী উইদারস্পুন এবং তার স্বামী টথ ইনস্টাগ্রাম পোস্টে একটি যৌথ বিবৃতিতে বলেছেন- তারা অনেক বিবেচনার পরে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অনেকগুলো দুর্দান্ত বছর একসঙ্গে উপভোগ করেছি। আমরা গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সময়গুলো পার করেছি। আগামী দিনগুলোতে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আমাদের ছেলে এবং আমাদের পুরো পরিবার। তারা যাতে ভালো থাকে, আমরা যে যার জায়গা থেকে সেই চেষ্টাই করবো।

jagonews24

তাদের ১২তম বিবাহ বার্ষিকীর ঠিক কয়েকদিন আগে এই খবর প্রকাশ করেন।

উইদারস্পুন এবং টথ ২০১১ সালের মার্চে বিয়ে করেছিলেন। ২০১০ সালের ডিসেম্বরে বাগদানের ঘোষণা দেন তারা। এই দম্পতির ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তার নাম টেনেসি জেমস।

এর আগে অভিনেতা রায়ান ফিলিপকে বিয়ে করেছিলেন উইদারস্পুন। এ সংসারে মেয়ে আভা ও ছেলে ডেকন নামের দুটি সন্তান রয়েছে।

সর্বশেষ - সারাদেশ