রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোনটি ধ্বংস করার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
এর আগে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, রাশিয়ার বেসরকারি লক্ষ্যবস্তুর ওপর বিস্ফোরক ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। এবার এমন একটি ড্রোন ধ্বংস করার দাবি করা হয়েছে। ইউক্রেনের বিস্ফোরকভরা এমন ড্রোন ধ্বংসের জন্য শত শত ড্রোন মোতায়েন করেছে রাশিয়া।
এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কো জানিয়েছিল, রাশিয়ার দক্ষিণাঞ্চলে অ্যাঙ্গেলস বিমানঘাঁটির ওপর উড়তে থাকা ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ যায় রুশ বিমানবাহিনীর তিন সদস্যের। গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এ বিমানঘাঁটি থেকে।
আরও বেশি অস্ত্র না পেলে রাশিয়ার বিরুদ্ধে হামলা শুরু করা যাবে না: জেলেনস্কি

তারও আগে গত বছরের মার্চে রুশ সেনাদের ওপর মলোটভ ককটেল (পেট্রলবোমা) ছোড়ার অভিযোগ তোলে রাশিয়া। মস্কো জানায়, রুশ সেনাদের ওপর মলোটভ ককটেল ছোড়ার জন্য নতুন একটি ড্রোন তৈরি করেছে ইউক্রেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল (ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস) ড্রোনটি তৈরি করেছে।