মেহেরপুরের মুজিবনগরে মাটি বহনকারী অবৈধ ট্রলি ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়া খাইরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম তার বাড়ির সামনে বাইসাইকেল চালাচ্ছিলো। এ সময় কৃষি যন্ত্রের ব্যবহৃত মাটি বহনকারী ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় ইব্রাহিম ট্রাকটারের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।