বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘তথ্য আপা’র সেবা জানাতে বাড়ি বাড়ি যাচ্ছেন ইউএনও

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২৯, ২০২৩ ৫:৩৭ পূর্বাহ্ণ

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ‘তথ্য আপা’র সেবা জানাতে বাড়ি বাড়ি গিয়ে নারীদের সঙ্গে উঠান বৈঠক করছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুঁইয়া।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে চরকাঁকড়া ২ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে ৮০ জন প্রান্তিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমন্বয় করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের স্থানীয় কর্মকর্তা শাপলা আক্তার।

ইউএনও মো. মেজবা উল আলম ভুঁইয়া জাগো নিউজকে বলেন, গ্রামের নারীরা এখন প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। দৈনন্দিন কাজের খুটিনাটি শিখতে এখন আর প্রশিক্ষকের কাছে যেতে হয় না। তাই ‘তথ্য আপা’ প্রকল্পে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে কিভাবে ঘরে বসে সেবা পেতে পারেন তার জন্য উঠান বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উঠান বৈঠকগুলোতে একেকদিন একেকজন কর্মকর্তাকে ট্যাগ করে দেওয়া হয়েছে। মঙ্গলাবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী উপস্থিত ছিলেন। তিনি ‘তথ্য আপা’র মাধ্যমে হাঁস-মুরগি ও গবাধি পশু কিভাবে পালন করলে দ্রুত লাভবান হওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া নারী অধিকার, বাল্যবিয়ে, কিশোরগ্যাং, পারিবারিক কলহসহ প্রয়োজনের মুহূর্তে কীভাবে জরুরি সেবা পেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আসা নাসিমা বেগম (৩৫) নামে এক নারী বলেন, গবাদিপশুর ক্যালসিয়ামের অভাব হলে কী করতে হবে এবং লক্ষ্মণ কী তা জানা ছিল না। আজ জানলাম এ রোগের ওষুধ আমাদের হাতের কাছেই আছে। বাজারে বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এ ধরনের উঠান বৈঠক গ্রামীণ নারীদের অনেক কাজে লাগবে।

সর্বশেষ - সারাদেশ