ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতার হওয়া সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।
বৃহস্পতিবার বেলা ১২টায় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে এফবিএস অনুষদ, অপরাজেয় বাংলা দিয়ে সেন্ট্রাল মসজিদ ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ও গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ছায়েদুল হক নিশান বলেন, জেসমিন সুলতানা মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি ও তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিক শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মানুষের মতপ্রকাশের জন্য হুমকি ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিল করতে হবে। এ সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে আনার দাবি জানান তিনি।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, ‘আজকে সাধারণ মানুষ জানে চাল ডাল মাছ মাংসের দাম কতটা সাধ্যের বাইরে।’সাংবাদিক গ্রেফতার, ডিজিটাল নিরাপত্তা আইন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগঠক তামজিদ হায়দার চঞ্চলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ-মার্কসবাদী) সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা প্রমুখ।