শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সিদ্ধিরগঞ্জে তুলার গুদাম পুড়ে ছাই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১, ২০২৩ ৬:২৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

শনিবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী মদিনাবাক এলাকায় এ ঘটনা ঘটে।

রুহুল আমিন মোল্লা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি এলাকাবাসী ফায়ার সার্ভিসকে জানালে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আড়াই ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে তুলার একটি গুদাম পুড়ে যায়।

তিনি আরও বলেন, গুদামটিতে প্রচুর তুলা থাকায় আমাদের আগুন নেভাতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ - সারাদেশ