রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মো. সবুর খান (৫৫) নামের এক পথচারী। চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তার মৃত্যু হয়েছে।
রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঘটে এ দুর্ঘটনা। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।
নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, আমার স্বামী সকালে বাসা থেকে বের হন। তেজগাঁও নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। মোটরসাইকেলের চালক রেজাউল করিমই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, আমার স্বামী সিভিটা ইন্টারন্যাশনাল ফুড কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানি বন্ধ হয়ে গেলে আমার স্বামী বেকার হয়ে পড়েন। সকালে চাকরির সন্ধানেই বাসা থেকে বের হয়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
তিনি আরও জানান, মোটরসাইকেলের চালককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।