অবৈধভাবে নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পু নকল করে তৈরি করাই রাজধানীর লালবাগের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। পরে পণ্যগুলো ধ্বংস করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মহানগরীর লালবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা গ্রহণ করে বিএসটিআই।
এসময় বিএসটিআইয়ের সিএম সনদ ও ছাড়পত্র ব্যতীত বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পু তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ইসলামবাগ এলাকার জিদান এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর কারখানায় থাকা পণ্য ধ্বংস করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।