কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কোনো অন্যায়-অত্যাচারের কাছে বিএনপি মাথা নত করেনি, করবেও না। খালেদা জিয়া আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এ দেশে সত্যিকারের গণতন্ত্র দেখতে চায়। প্রতিষ্ঠিত সুশাসন দেখতে চায়। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। আমরা জনগণ ও বিএনপির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এ সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাব না।
শনিবার বিকালে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় হারিছ ভিলা প্রাঙ্গণে খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর (পূর্ব) উপজেলা, চন্দ্রগঞ্জ থানা বিএনপিসহ অঙ্গ সংগঠনের ব্যানারে এ আয়োজন করা হয়।
এ্যানি বলেন, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ সরকারের দুঃশাসন, দুর্নীতি ও অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে চায়। কিন্তু সরকার জনগণের সামনে ভয়ংকর রূপ দেখাচ্ছে, কারণ সরকার ভীত। ভীত হয়ে সরকার ভয়ংকর কাজগুলো করছে। আওয়ামী লীগ সাধারণ মানুষকে বিশ্বাস করে না। তাদের মধ্যে জনগণের সেন্টিমেন্ট বোঝার ক্ষমতাও নেই।
সদর উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান হারুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, এম বেলাল হোসেন, গোলাম সারোয়ার ও শাহ মোহাম্মদ এমরান প্রমুখ।