বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বায়ার্নকে বিধ্বস্ত করে সেমিতে এক পা ম্যানসিটির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১২, ২০২৩ ৬:৩৯ পূর্বাহ্ণ

দ্বিতীয় রাউন্ডে পিএসজি দাঁড়াতেই পারেনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সামনে। এবার সেই বায়ার্ন উড়ে গেলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটির কাছে। ইত্তিহাদ স্টেডিয়ামে খেলতে এসে স্বাগতিন ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হলো বায়ার্ন মিউনিখ।

বায়ার্নের বিপক্ষে এই জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যানসিটি। ফিরতি লেগে বায়ার্নকে জিততে হবে অন্তত ৪ গোলের ব্যবধানে। তবে নতুন কোচ টমাস টুখেলের বায়ার্নের হয়ে অভিযাত্রাটা মোটেও ভালো হলো না।

মঙ্গলবার রাতে ম্যানচেস্টারে ছিল তুমুল ঝড় এবং বৃষ্টি। এর মধ্যেও খেলা গড়ায় মাঠে এবং দুই দলই তুমুল প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলে। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের সেরাটা ঢেলে দিতে পেরেছে ম্যানচেস্টার সিটিই। যে কারণে স্কোরশিটে নিজেদের নাম তুলতে পেরেছে তারা।

২০১৬ সালে বায়ার্ন ছাড়ার পর এই প্রথম জার্মান ক্লাবটির মুখোমুখি হলেন কোচ পেপ গার্দিওলা। সাবেক ক্লাবের প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা দেখালেন না তিনি। আবার টমাস টুখেলের সঙ্গে আবারও প্রতিদ্বন্দ্বীতা হলো তার। ২০২১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির মুখোমুখি হয়েছিলো ম্যানসিটি। সেবার চেলসির কোচ ছিলেন টুখেল। ওই ম্যাচে হারতে হয়েছিলো ম্যানসিটিকে।

ম্যাচের ২৭তম মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণের পরও গোল হয়নি। অবশেষে ২৭তম মিনিটে প্রথম ডেডলক ভাঙেন রদ্রি।

দ্বিতীয়ার্ধে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ডো সিলভা। দুর্দান্ত এক হেড থেকে বায়ার্নের জালে বল জড়ান তিনি। এরপর ৭৬তম মিনিটে তৃতীয় গোলটি আসে ম্যানসিটির ‘গোল মেশিন’ খ্যাত আর্লিং হালান্ডের পা থেকে।

সব মিলিয়ে ম্যানসিটি এ নিয়ে টানা ৯ম ম্যাচ জিতলো। এই ৯ ম্যাচে ৩৪ গোল দেয়ার পাশাপাশি হজম করলো মাত্র ৩টি।

সর্বশেষ - সারাদেশ