শুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ সাদিও মানে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৩ ৬:১৭ পূর্বাহ্ণ

নিজের সতীর্থ। তবে, লেগে গেলেন একে অপরের সঙ্গে। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় লেরয় সানেকে ঘুষি দিয়ে অবশেষে নিষেধাজ্ঞার শাস্তি পেলেন সাদিও মানে। শুধু নিষেধাজ্ঞাই নয়, সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে মানেকে।

ঘুষি মেরে সতীর্থ, জার্মান ফুটবলার লেরয় সানের ঠোট ফাটিয়ে দিয়েছিলেন সেনেগালিজ তারকা সাদিও মানে। এ কারণে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ ১ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মানেকে। হফেনহেইমের বিপক্ষে খেলতে পারবেন না মানে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিলো বায়ার্ন মিউনিখ। এমন পরাজয় বায়ার্ন কল্পনাও করতে পারেনি। যে কারণে, ম্যাচের শেষ দিকে মাঠেই দুই সতীর্থের মধ্যে কথা কাটাকাটি হয়। লেরয় সানের প্রতিক্রিয়া পছন্দ হয়নি সাদিও মানের।

হারের পর ড্রেসিং রুমে ফিরেও দু’জন একে অপরের সঙ্গে লেগে যান। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। এ সময়ই মানের ঘুষিতে ঠোট কেটে যায় সানের। সতীর্থদের হস্তক্ষেপে দু’জন আলাদা হন। জানা গেছে, ইংল্যান্ড থেকে জার্মানি ফিরে ব্যক্তিগত গাড়িতে বাসায় যান মানে। সানে যান টিম বাসে করে।

এরপর ঘটনার তদন্ত করে বায়ার্ন মিউনিখ এবং মঙ্গলবারের ঘটনা নিয়ে নিয়ে বিবৃতি দেয় যে, সেনেগালিজ এই তারকার বিপক্ষে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হচ্ছে এবং শাস্তি দেয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘সাদিও মানে আগামী ম্যাচে ঘরের মাঠে হফেনহেইমের বিপক্ষে স্কোয়াডে থাকছেন না। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির বিপক্ষে ম্যাচের পর মানে যে অসধাচরণ করেছেন, সে কারণে তাকে দলে রাখা হচ্ছে না। সঙ্গে মানেকে আর্থিক জরিমানাও করা হলো।’

জার্মান পত্রিকা বিল্ড রিপোর্ট প্রকাশ করেছে যে, সাদিও মানে অভিযোগ করেছেন লেরয় সানে সম্পর্কে। ম্যানসিটির কাছে হারের পর সানে যেভাবে কথা বলেছেন, তাতে নিজেকে কন্ট্রোল করা কঠিন ছিল বলে দাবি করেন মানে।

স্কাই স্পোর্টস জানিয়েছে, শাস্তি ঘোষণার আগে বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান ও ক্রীড়া পরিচালক হাসান সালিহামিজিচ সানে এবং মানেকে ডাকেন। পুরো দলের সামনে তাদের ক্ষমা চাইতে বলা হয়।

তবে একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, মানের শাস্তি এখানেই শেষ হচ্ছে না। বায়ার্ন নাকি মানের বিরুদ্ধে আরও বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থাও নিতে যাচ্ছে। যেখানে বলা হচ্ছে, এই ঘটনার জেরে মানেকে আগামী মৌসুমে নাকি ক্লাবও ছাড়তে হতে পারে। সব মিলিয়ে মানের সময়টা যে ভালো যাচ্ছে না, তা বলাই যায়।

লিভারপুল থেকে চলতি মৌসুমের শুরুতে গিয়ে বায়ার্নে যোগ দেন সাদিও মানে। তারও দুই বছর আগে ম্যানসিটি থেকে গিয়ে বায়ার্নে যোগ দেন লেরয় সানে।

সর্বশেষ - সারাদেশ