সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

টানা ৮ বার জাতীয় রপ্তানি ট্রফি পেল সার্ভিস ইঞ্জিন লিমিটেড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৩ ৬:১৯ পূর্বাহ্ণ

২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য ‘জাতীয় রপ্তানি ট্রফি’ পেয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড। রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ ট্রফি তুলে দেন।

সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম ট্রফি গ্রহণ করেন। এ নিয়ে টানা ৮ বার রপ্তানি ট্রফি পেল প্রতিষ্ঠানটি।

সার্ভিস ইঞ্জিন লিমিটেড দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ আব্দুল মোনেম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি খাতে দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্স সেবাদানকারী প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড, দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে তাদের সার্ভিস সেন্টার পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটি দক্ষতার সঙ্গে ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন, মিডিয়া প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অটোমেশন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে তারা।

সর্বশেষ - সারাদেশ