বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাজধানীতে প্রাইভেটকারে তুলে জিম্মি: চার আসামি রিমান্ডে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

রাজধানীর তুরাগ থানা এলাকায় ভিকটিমকে প্রাইভেটকারে জিম্মি করে অর্থ আত্মসাৎ ও মারধর করার সময় গ্রেফতার চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মো. সুদেব, তামিম চৌধুরী, আবু সাঈদ ও ফিরোজ আশরাফ হিমু।

বুধবার (১৯ এপ্রিল) তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১টায় তুরাগ থানা এলাকার চেকপোস্টে প্রাইভেটকার সিগনাল দেয় পুলিশ। তবে চালক গাড়িটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন প্রাইভেটের ভেতর থেকে একজন চিৎকার করে বলে যে, স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। এসময় প্রাইভেটকারের ভেতরে থাকা জিম্মি ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, ভিকটিমকে কালসি এলাকা থেকে কৌশলে গাড়িতে উঠিয়ে জিম্মি করে আসামিরা৷ এরপর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর আরও এক লাখ ৫০ হাজার টাকা আদায়ের জন্য ভিকটিমের আত্মীয়-স্বজনকে ফোন করে তারা। ভিকটিমকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। প্রাইভেট কারটি চেকপোস্টে আসলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ