রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে শক্তিশালী করতে শুক্রবার নতুন করে আরও ৩৯ মিলিয়ন কানাডিয়ান ডলার (২৮.৯ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।
নতুন এ সামরিক সহায়তার সঙ্গে ন্যাটোর মাধ্যমে ৪০টি স্নাইপার রাইফেল, ১৬টি সামরিক বার্তা প্রেরণের রেডিও সেটও কিয়েভকে দান করবে কানাডা। খবর এনডিটিভির।
জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে শুক্রবার কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ ইউক্রেনকে এ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।